যশোর অফিস: পূর্ব শত্রুতার কারনে পূর্ব পরিকল্পিতভাবে সন্ধ্যারাতে সদর উপজেলার বানিয়ারগাতী সিংগিয়া আদর্শ ডিগ্রী কলেজের সামনে হামলা চালিয়ে মারপিটের এক পর্যায় ছুরিকাঘাত করে সবুজ হোসেন নামে এক যুবক জখম করেছে। এ সময় তার পকেট থেকে নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সে সদর উপজেলার ঘুনি দোলনঘাটা ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের জাহিদুল মোল্যার ছেলে। আসামীরা হচ্ছে, সদর উপজেলার ঘুনি গ্রামের মৃত ওলিয়ারের ছেলে আকবর, বানিয়ারগাতী গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আহম্মেদ আলী ও গাইদগাছী গ্রামের আমজেদ এর ছেলে আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩/৪জন। সবুজ হোসেন মামলায় উল্লেখ করেন, আসামীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধ দলের সক্রিয় সদস্য। গত ৯ নভেম্বর সন্ধ্যা ৬ টায় সুবজ হোসেন বানিয়ারগাতী সিংগিয়া আদর্শ ডিগ্রী কলেজের সামনে ফ্লেক্সি লোডের দোকানের সামনে অবস্থান কালে পুর্ব শত্রুতার কারণে পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা তাকে ঘিরে ধরে গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করায় আকবরের হুকুমে আহম্মেদ আলী চাকু মারে। এ সময় তার পকেট হতে নগদ ৪৫ হাজার টাকা জোরপুর্বক ছিনিয়ে নেয়।

