সমাজের আলো : হাতের মেহেদীর রং না মুছতেই যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে লাশ হতে হলো সুমাইয়া খাতুন (১৮) নামের এক নববধূকে। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনার পর থেকেই ওই বাড়ির লোকজন পলাতক রয়েছেন। এদিকে গৃহবধূ সুমাইয়ার পিতার দাবি তাকে নির্যাতন করে গায়ে আগুন ধরিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের পারমিটন এলাকার শ্বশুর বাড়ি থেকে আগুনে ঝলসানো ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।নিহত সুমাইয়া খাতুন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া এলাকার আয়েম আলীর মেয়ে এবং মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী।আমলা পুলিশ ক্যাম্পের এএসআই কামরুজ্জামান বলেন, “সকালে ওই গৃহবধূ স্বামীর বাড়ীর নিজ কক্ষে গায়ে ডিজেল দিয়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। ”
কামরুজ্জামান আরো বলেন, “প্রতিবেশিদের ভাষ্য মতে গত ১৬ ডিসেম্বর পারিবারিক ভাবেই মিরপুর উপজেলার পার মেটন এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাদিকুল ইসলামের সাথে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানায়। মঙ্গলবার সকালে সুমাইয়ার মামা জালাল হোসেন স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়

