সমাজের আলো।। সেনাবাহিনীর এক সফল অভিযানে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা এবং দেশীয় অস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে।আটকৃত হলো ইয়াসিন আরাফাত ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত জেলার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। অভিযানে মাদক ও নগদ টাকা ছাড়াও ০৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা এসব অস্ত্র ও লাঠি দিয়ে জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক দমনে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *