সমাজের আলো : কক্সবাজারে আবাসিক হোটেলের কক্ষে এক যুবককে খুন করে পালিয়ে যাওয়ার সময় শরীরে ‘রক্তাক্ত জামা’ দেখতে পেয়ে খুনি সন্দেহে চট্টগ্রামে দুজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলি সেতুর তল্লাশি চৌকির পুলিশ সদস্যরা যাত্রীবাহী বাস থেকে তাদের আটক। বুধবার কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস এ তথ্য নিশ্চিত করেন। আটক দুজন হলেন ঢাকার খিলগাঁও থানার মালিবাগের চৌধুরী পাড়ার মো. বাবু ও একই এলাকার মো. নজরুল ইসলাম। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল সুইট হোম রিসোর্টের ৩০২ নম্বর কক্ষ থেকে আবদুল মালেক (২৮) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবদুল মালেক কক্সবাজার শহরের বাদশাঘোনা সওদাগর পাড়ার জাগির হোসেনের ছেলে। তিনি মৎস্য ব্যবসায়ী ছিলেন। মো. বাবু ও মো. নজরুল ইসলাম গত সোমবার সকালে এক দিনের জন্য ওই হোটেলের কক্ষ ভাড়া নিয়েছিলেন। গতকাল বেলা ১২টায় হোটেল কক্ষ ছাড়ার সময় হলে কর্মচারীরা ভেতর থেকে দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকির পরও ভেতরে থাকা লোকজনের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ডুপ্লিকেট একটি চাবি দিয়ে কক্ষটির তালা খোলা হয়। এ সময় মেঝেতে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে মৃতদেহটি উদ্ধার করে

			