সমাজের আলো : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পালাশবাড়ি ইউনিয়নের ‘রাজাকারের পুত্র’ ও গতবারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলামের বেশকিছু তথ্য গোপন করে কেন্দ্রে তালিকাঅনুসন্ধানে দেখা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী শান্তি কমিটি রাজাকার, আলবদর, আলশামসদের তালিকায় বর্তমান নৌকার প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনের বাবা আব্দুল হালীম শান্তি কমিটির সদস্য ছিলেন। এ সংক্রান্ত বিষয়ে আব্দুল হালীমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলাও হয়। যার মামলা নম্বর ১৪৫/৭৪। পরবর্তীতে ২০১৮ সালের জুলাই মাসের ২৯ তারিখে তার বিরুদ্ধে তদন্ত হয়। তদন্ত চলাকালীন ওই উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আব্দুল হামিদসহ বেশকিছু মুক্তিযোদ্ধা আব্দুল হালীমের বিপক্ষে স্বাক্ষর করেন।
অন্যদিকে সদ্য নৌকা মার্কার প্রার্থী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও তার পক্ষে সাফাই গেয়ে কেন্দ্রে তালিকা প্রেরণ করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। এ ছাড়া কেন্দ্রে পাঠানো তালিকায় আমিনুল ইসলাম বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও তা উল্লেখ্য করেনি জেলা ও উপজেলা কমিটির নেতারা।
স্থানীয়রা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়পলাশবাড়ি ইউনিয়নে মোহাম্মদ শাহাবুদ্দিন নৌকা মার্কা মনোনীত হয়েছেন, তিনি একজন রাজাকারের সন্তান। তার বড়ভাই সালাউদ্দিন জামায়াত করেন। ছোট ভাই শফিকুল ইসলাম ওই ইউনিয়ন বিএনপির সভাপতি। শাহাবুদ্দিন একজন রাজাকারের সন্তান এবং পুরো পরিবার জামায়াত বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। সবকিছু আড়াল করে কেন্দ্র কমিটিকে ভুল বুঝিয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাইয়ে দিতে সহায়তা করা হয়েছে। অবিলম্বে তার প্রার্থিতা বাতিলের দাবি করছি। অন্যথায় মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা তার বিপক্ষে অবস্থান নেবে।

