সমাজের আলো : ওয়ানডে ক্যারিয়ারে নতুন মাইলফ স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে ফিফটির ফিফটি তুলে নিলেন টাইগার অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪তম বলে ফিফটিতে পৌঁছান দেশসেরা ওপেনার। শতকের পথে ছুটছিলেন তিনি। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউটে শেষ তার ৭৮ রানের লড়াকু ইনিংসের।মঙ্গলবার (২৩ মার্চ) ক্রাইস্টচার্চে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। দলীয় ৪ রানে উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন লিটন দাস। চার বল খেলে শূন্য হাতে ফিরে যান ডান-হাতি এই ওপেনার। এরপর তামিম-সৌম্যর ৮১ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে টাইগাররা। তবে ৪৬ বলে ব্যক্তিগত ৩২ রান তুলে মিচেল স্যান্টনারের বলে স্টাম্পিং হয়ে ফিরে যান সৌম্য সরকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৯ রান। ১০৮ বলে ৭৪ রান করে রান আউট হয়ে ফিরেছেন তামিম ইকবাল। ২২ বলে ১৩ রান করে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিতে নেমেছেন মোহাম্মদ মিথুন।অধরা জয়ের খোঁজে আজ নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদের জায়গায় নেয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড।বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *