সমাজের আলোঃ সাতক্ষীরা সদরের এক করোনা রোগীর সনাক্ত হয়েছে। তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। সোমবার বিকালে এ তথ্য সিভিল সার্জন অফিসে এসে পৌঁছানোর পর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানিয়েছে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২৭) করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আছেন।

