সরদার কালাম, প্রবাস থেকে: বিশ্ব-ভূখণ্ডে আফ্রিকার যুদ্ধবিধস্ত দেশ লিবিয়া এক জীবন্ত নরক বলে আক্ষায়ীত করেছেন লিবিয়া প্রবাসীরা।।পাশাপাশি আক্ষেপে ২৬ জন নিহত বাংলাদেশিদের কবরস্থান বলেও মন্তব্য করেন অনেক হতাশাগ্রস্ত লিবিয়া প্রবাসীরা।ভাগ্য বদলায়ে একটু সুখের দেখা হবে না লিবিয়া নামক জীবন্ত নরক যন্ত্রণার দেশে বলে মনে করছেন তারা।জানা গেছে,এমন নানা আতঙ্ক ও দুঃসহ জীবন যাপনে রয়েছেন সেখানকার কর্মহীন ও কর্মজীবি বহু প্রবাসী বাংলাদেশীরা।
আরও বেশি আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছেন সম্প্রতি স্থানীয় মাফিয়া চক্রের গুলিতে ওই ২৬ জন নিহত ও ১১ জন আহত বাংলাদেশিদের ঘটনাকে কেন্দ্র করে তারা।যে মাফিয়া চক্রের মধ্যে জড়িত রয়েছে অধিকাংশ বাঙালী দালাল চক্রের সদস্যরা বলেও নানা মাধ্যমে জানা গেছে।অনেকের মৌখিক ভাষায়,লিবিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষ অপেক্ষা বিভিন্ন শ্রেণীর প্রবাসী দালাল রা, তবে, মাফিয়া চক্র – দালালদের চিহ্নিত করে নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি।।
।আর দালালের দৌরাত্মে শ্রমিকদের নানা দুর্দশার জীবন যাপন করতে হচ্ছে বলেও জানা যায়।এছাড়া,বিচারহীন লিবিয়ায় স্থানীয় ছিনতাইকারীদের দৌরাত্মেও অতিষ্ঠ তারা।রাস্তা,বাজার এমনকি বাসা বাড়িতে আতঙ্কে দিন কাটাতে হয় সকল শ্রেণীর প্রবাসীদের।ছিনতাইকারীদের আলিবাবা নামে আক্ষা দিয়ে থাকেন স্থানীয়সহ প্রবাসীরা।
আর এই (আলিবাবা)ছিনতাইকারীরা পথে ঘাটে বিভিন্ন সড়ক বাজারে প্রবাসীদের কাছ থাকা মোবাইল,টাকা পয়সা ছিনিয়ে নিতে অস্ত্রের মুখে জিম্মি করে এমনকি দিতে অস্বীকৃতি জানালে নানা শারীরিক নির্যাতন ও হত্যা,যখমের মত বড় ধরণের ঘটনাও ঘটায় ছিনতাইকারীরা।তাছাড়া,চলমান গৃহযুদ্ধ ও দীর্ঘ প্রায় তিন মাস ধরে করোনায় দীর্ঘ মেয়াদী এবং ক্ষনে ক্ষনে লকডাউনে বেকার প্রবাসী বাংলাদেশীরা দুঃসহ জীবন যাপন করছেন বলে জানান প্রবাসীরা।বহু প্রবাসীদের কাজ নেই,টাকা নেই,নেই থাকা খাওয়ার ব্যবস্থা।পাশাপাশি আছেন বৈধ অবৈধের জীবন যাপনে নানা ঝুঁকিতে অনেকেই।শুধু করোনাকালিন দুর্যোগে নানা দুশ্চিন্তা ও অভুক্ত থেকে নয়,লিবিয়ায় সৃষ্ট নানা দুঃসহ জীবন যাপনে এমনিতেই অনাকাঙ্খিত দুর্ঘটনায় মারা যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শহশ্রাধীক প্রবাসীরা।করোনাকালে লিবিয়ার এ বহু মাত্রিক সংকট নিরসনে(মুক্তি পেতে)জরুরী বিশেষ ফ্লাইটের দাবি করেন দুশ্চিন্তাগ্রস্থ প্রবাসীরা।
দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে,স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহে ও আকুতিভরা কন্ঠে ভুক্তভোগী প্রবাসীরা জরুরি ফ্লাইটের দাবি জানিয়ে এ প্রতিবেদকে জানান তাদের নানান কষ্টের কথা।তারা আক্ষেপ করে বলেন,ক্ষনে ক্ষণে চলমান যুদ্ধ পরিস্থিতি ও করোনা সংকটে যদি অসহায় অবস্থায় পড়ে থাকা লিবিয়া প্রবাসীরা জরুরী ফ্লাইটে দেশে ফিরতে না পারে তাহলে অনেকের(ধুকে ধুকে মৃত্যুর ইঙ্গিত দিয়ে)জীবনে বড় ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন।এদিকে সুত্রে জানা গেছে, দেশে ফেরার আকুতি শুধু লিবিয়া প্রবাসীদের নয়,কাতার,ওমান,মালোয়েশিয়া,সৌদি আরবসহ বিভিন্ন দেশের বহু সংখ্যক প্রবাসীরা দেশে ফেরার আকুতি করছেন।বিশেষ করে যুদ্ধবিধস্ত দিন রাত আতঙ্কের দেশ লিবিয়ার ভুক্তভোগী প্রবাসীরা লিবিয়ার বহু সংকট থেকে মুক্তি পেতে জরুরি বিশেষ ফ্লাইট চালু করার দাবি করছেন।যার আরও অন্যতম আতঙ্কের কারণ হিসেবে তারা জানান,সম্প্রতি চলমান গৃহযুদ্ধ ও লিবিয়ায় ২৬ জন নিহত এবং ১১ জন আহত বাংলাদেশীদের লোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে সর্বক্ষণ উদ্বিগ্ন ও উৎকন্ঠায় রয়েছেন।পারিবারিক সূত্রের বরাত দিয়ে অবহেলিত লিবিয়া প্রবাসী বাংলাদেশীরা বলছেন,আতঙ্ক ও উৎকন্ঠায় থাকা ওইসকল প্রবাসীদের অভিভাবকেরাও প্রিয়জনদের(তাদের) নিয়ে নানা দুশ্চিন্তায় রয়েছে।৩ থেকে ৬-৮মাস ভাগ্য বদলের আশায় শতাধিক লিবিয়া অভিবাসীরা আক্ষেপ করে বলছে,জমি,হালের গরু বিক্রি এমনকি বিভিন্ন সমিতি ঋণগ্রস্থ হয়ে লিবিয়ায় এসেও ভাগ্য বদল হলনা,আগামীতে ভাগ্যে কি অপেক্ষা করছে তাও তাদের জানা নেই এমন সব অনিশ্চিত ভবিষ্যতের আক্ষেপে তারা অভিভাবকদের বরাত দিয়ে অনেকেই জানান,প্রবাসীদের বহু পরিবারের অভিভাবকদের দাবি,জরুরী বিশেষ ফ্লাইট চালু করে সন্তান-প্রিয়জনদের দেশ ও মায়ের বুকে ফিরে যেতে জরুরী সহযোগিতা করবেন সংশ্লিষ্ট কতৃপক্ষ বলে আশা করছেন ভুক্তভোগীরা ।তবে কবে নাগাদ তাদের এই দাবির প্রেক্ষিতে,জরুরি ফ্লাইট চালু হবে সে বিষয়ে কিছুই জানেন না লিবিয়া প্রবাসী বাংলাদেশী ও তাদের দুশ্চিন্তায় থাকা অভিভাবকরা।।এদিকে,আন্তর্জাতিক রুটে সম্ভাব্য ফ্লাইট চালু নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম সুত্রে,জুনের ১৫ তারিখের পর থেকে কাতার,মালদ্বীপসহ অন্যান্য কয়েকটি দেশ থেকে প্রবাসীরা নিজ দেশে ফিরতে পারবেন এমনই আশাকর কথা জানা গেলেও,লিবিয়া প্রবাসীদের জরুরি ফ্লাইটে দেশে ফেরার জন্য কি বিশেষ বার্তা রয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
তবে,লিবিয়ার দুঃসহ জীবন থেকে মুক্তি পেয়ে স্বদেশে পরিবার পরিজনের মাঝে ফিরে যেতে উদগ্রীব হয়ে আছে ভুক্তভোগী বহু সংখ্যক প্রবাসীরা।
এ নিয়ে গণমাধ্যমকর্মীর মাধ্যমে যুদ্ধবিধস্ত লিবিয়ার অবহেলিত প্রবাসীরা বাংলাদেশ সরকার ও দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আকুতিভরা কন্ঠে জোর দাবি নিয়ে বলছেন,জীবন্ত নরক যুদ্ধবিধস্ত ২৬ জন বাংলাদেশী নিহতের কবরস্থান (প্রবাসীদের দুঃখজনক ভাষ্যমতে)গৃহযুদ্ধের লিবিয়া থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতে জরুরি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা হয়।এবং স্বেচ্ছায় প্রবাস ত্যাগী প্রবাসীরা যেনো দ্রুত দেশ ও প্রিয়জনের মাঝে ফিরে যেতে পারে সেই সহযোগিতাদানে জরুরি ফ্লাইট চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।।
