সমাজের আলো: পরিবারের কারোর সঙ্গে লুডু খেলায় আপনি হেরে গেলে কি করেন! বড় জোর অভিমান করে বসে থাকেন। কিন্তু এবার ঘটলো অন্য রকম ঘটনা। বাবার কাছে লুডোতে হেরে পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছেন তার ২৪ বছর বয়সী মেয়ে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পারিবারিক আদালতের কাউন্সিলর সারিতা রজনীর কাছে অভিযোগ করেন ওই তরুণী। বাবার কাছে লুডোতে হারার পর থেকে নিজেকে পর মনে হচ্ছে বলে জানিয়েছেন ওই তরুণী। কাউন্সিলর রজনী বলেন, ওই তরুণী তাকে জানিয়েছেন, বাবার ওপর থেকে সব শ্রদ্ধা হারিয়েছেন তিনি। এমনকি তাকে “বাবা” বলে ডাকতেও দ্বিধা হচ্ছে তার। লুডোতে হারার আগেও তাদের বাবা-মেয়ে সম্পর্ক বেশ ভালোই ছিলো। কাউন্সিলর সারিতা রজনী জানান, ওই তরুণী আশা করেছিলেন, তাকে খুশি করার জন্য বাবা ইচ্ছা করে খেলায় হারবেন। কিন্তু আদতে তা হয়নি।

 
			 By Shahinur Rahman
   By Shahinur Rahman