আতাউর রহমান : শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকায় বিদ্যুতস্পৃষ্টে তিশা(১১) নামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর করুন মৃত্যু হয়েছে। নিহত তিশা বাগআঁচড়া সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নিহতের খালাতো ভাই জানান, সোমবার সন্ধ্যায় পাশের বাড়িতে এক তলা একটি ছাদের উপর বান্ধবীর জন্মদিন পালন করতে যায়। জন্মদিন পালন শেষে সে বাড়ীতে ফেরার সময় ঐ বাড়ির ছাদের উপর মিশে থাকা বিদ্যুতের মেইন তারে অসাবধানতা বশতঃ সংস্পর্শ হলে ঘটনাস্থলে বিদ্যুতস্পৃষ্টে তিশা মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

