সমাজের আলো : আগামীকাল ২৮ নভেম্বর-২০২১ রোজ রোববার।
সারাদেশের ন্যায় শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।নির্বাচন যাহাতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে প্রশাসন প্রস্তুত রয়েছে কঠর অবস্থানে।৭নং কায়বা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ৭নং কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু ও সতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকের মোঃ আলতাব হোসেন।বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু’র কর্মীসমর্থক ও সচেতন ভোটারদের দের সাথে আলাপকালে জানা গেছে,
গত ৫বছর ইউনিয়নের যে উন্নয়ন হয়েছে তাহাতে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী হাসান ফিরোজ আহমেদ টিংকু পুনরায় বিপুল ভোটের ব্যাবধানে ৭নং কায়বা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবেন।অপরদিকে কম যাননা অপর প্রার্থী মোঃ আলতাব হোসেন।ইউনিয়নের প্রতন্ত অঞ্চল ঘুরে আলতাব হোসেন এর কর্মি সমর্থকদের সাথে আলাপকালে জানা গেছে নির্বাচন সুষ্ঠু হলে আনারস প্রতিকের প্রার্থী আলতাব হোসেন বিজয়ী হবেন।তবে স্ব স্ব প্রার্থীর কর্মী সমর্থকরা নিজ নিজ প্রাথীর বিজয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও নির্বাচনে কোন প্রার্থী বিজয়ী হবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে ২৮ নভেম্বর ভোট গণনার পরে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *