সমাজের আলো: ব‌রিশা‌লে শিক্ষক‌কে কান ধ‌রে উঠব‌সের ঘটনায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। নামধারী দুইজন এবং অজ্ঞাত ৭/৮ জ‌নের বিরুদ্ধে শিক্ষসক মিজানুর রহমান সজল বাদী হ‌য়ে এই মামলা‌টি দা‌য়ের করেন ব‌লে মঙ্গলবার রা‌তে জা‌নি‌য়ে‌ছেন ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের ওসি নুরুল ইসলাম। জানা গে‌ছে, নগরীর জমজম ইন্স‌টি‌টিউটের সা‌বেক শিক্ষক মিজানুর রহমান সজ‌লের সা‌থে তুচ্ছ বিষয় নি‌য়ে দ্বন্দ্বকে কেন্দ্র ক‌রে ২৬ আগস্ট ওই ইন্স‌টি‌টিউটের ছাত্র ইম‌তিয়াজ ইমন ও তার সহ‌যো‌গিরা নগরীর অক্স‌ফোর্ড মিশন রো‌ডে নি‌য়ে তা‌কে মারধর ক‌রে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *