সরদার আবু সাইদঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল আলিম। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য প্রকাশ সরকার, ডাঃ সুকুমার। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

