সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার শীতের রাতে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা। মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদরের পরানদহা এলাকায় একটি এতিমখানায় ও পরানদহা আশ্রয়ণ প্রকল্পে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।হাড় কাঁপানো শীতের রাতে অসহায় দুস্থদের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় ইউএনও ফাতেমা-তুজ-জোহরাকে সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন। কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।

