সমাজের আলো : শোকের মাস আগস্ট পালন উপলক্ষ্যে সাতক্ষীরায় যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি।বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পুরাতন আইনজীবি ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার ও বাঙালি জাতিকে আরও পিছিয়ে ফেলার চেষ্টা করেছিল ঘাতকরা। তা সত্ত্বেও বঙ্গবন্ধুর রক্তে জন্ম নিয়েছে কোটি কোটি সৈনিক। তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার চেষ্টা অব্যহত রেখেছে। দেশে এখনও জঙ্গিবাদ মাঝেমধ্যে মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরার দুইজন সংসদ সদস্যকেও তারা হত্যা করতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষনা করেছে। দেশের জনগন এসব জঙ্গিবাদী ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করার অঙ্গীকার করেছেন। তিনি আরও বলেন, রক্তদান কর্মসূচীর মাধ্যমে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করছি। তিনি এভাবেই বাঙালি জাতির জন্য জীবন দিয়ে গেছেন।সদর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও রক্তদান কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, এসএম শওকত হোসেন, হারুনার রশীদ, কাজী আক্তার হোসেন, জহুরুল ইসলাম নান্টু, জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *