সমাজের আলো : উপজেলা সদরে নকিপুর গ্রামে ব্যবসায়ী নির্মল পালের বাড়িতে দু:সাহসিক চুরি হয়েছে। সোমবার রাত ৩ টার দিকে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক নির্মল পাল জানান, চোর রাতের কোনো এক সময় ঘরের ভিতরে সানসেটের উপরে লুকিয়ে ছিলো। রাতে ঘুমিয়ে পড়ার পড় আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা ও সাত ভরি ওজনের বিভিন্ন সোনার গহনা নিয়ে দরজা খুলে পালিয়ে যায়। সকালে চুরির বিষয়টি জানা যায়। এতে সব মিলিয়ে ছয় লক্ষাধিক টাকা চুরি হয়েছে তিনি জানান। থানায় অভিযোগ হয়েছে। শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বিষয়টি উদঘাটনের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *