রাকিবুল হাসান : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ‍্যামনগর উপজেলায় শতাধিক পুজা মন্ডপে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ ফেব্রুয়ারী)শ‍্যামনগর উপজেলার শতাধিক পুজা মন্ডপে সকাল থেকেই শুরু হয়েছে পুজা। লেখাপড়ায় জড়িত সকল শিক্ষার্থী ও পরিবার ও সংগঠনের সকল সদস্যরাই এ পুজায় অংশ গ্রহন করে থাকে। সকালে হলুদ, সরিষার তৈল মিশিয়ে পুজারী স্নান শেষে, উপবাসি পুজারীর বিশেষ করে নারীরাই ঢালা সাজিয়েছে আতব চাল, চিনি, কলা ও বিভিন্ন ফল ও অন্যান্য মিষ্টি দিয়ে পুজা করেছেন বলে দেখা গেছে।

শ‍্যামনগর উপজেলার সার্বজনীন পুজা মন্দিরের সভাপতি জানান, স্বরসতী পুজায় পলাশ ফুল, কাচাঁ দুধ, ঘি, কলা, গাদা ফুল, বেলপাতা, কাশের তৈরী কলম, সহ কাঁসর ঘন্টা আর উলুধ্বনির শব্দ পুরোহিত ঠাকুর সম্পন্ন করলেন বিদ্যাদেবী স্বরসতী পুজা। শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন সহ হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে প্রতি বছরের মত এবারো সারম্বরে বিদ্যাদেবী সরস্বতী পূজার আয়োজনের উৎসব মুখর পরিবেশের সৃষ্ঠি হয়েছে। এছাড়া এলাকার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে প্রসাদ সহ খিচুরি পায়েশ, লুচি, লাবরাসহ বিভিন্ন খাবারের আয়োজন রয়েছে। সন্ধ্যায় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনূষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ‍্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জানান,এবার শ‍্যামনগর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ ছাড়াও পাড়া মহল্লা,স্কুল-কলেজ,ব্যক্তিগত প্রতিষ্ঠানসহ শতাধিক মন্ডপে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।শ‍্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, সরস্বতী পুজা উপলক্ষে সকল পুজা মন্ডপে নজরদারী রাখা হয়েছে ও সার্বিক খোজখবর নেয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *