সমাজের আলো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. অজয় কুমার সাহাকে শাসিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন। রোববার (১ আগস্ট) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার বিপরীতে মর্ডান স্কুল মাঠ চত্বরে এ ঘটনা ঘটে।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনকে উত্তেজিত হতে দেখা যায়। অপরদিকে স্বাস্থ্য কর্মকর্তা অজয় কুমার সাহা হতবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন।শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আতাউল হক দোলনের অভিযোগ, হাসপাতাল চত্বরে পানির মধ্যে টিকা প্রদান করছেন স্বাস্থ্য কর্মকর্তা অজয় কুমার সাহা। তাকে একাধিকবার টিকাদানের স্থানটি পরিবর্তন করে হাইস্কুল মাঠে নেওয়ার কথা বলা হলেও স্বাস্থ্য কর্মকর্তা স্থান পরিবর্তন করেননি। তবে স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, বললেই হঠাৎ করে টিকা ক্যাম্প বদলানো কি সম্ভব হয়? খারাপ ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।আতাউল হক দোলন বলেন, উপজেলায় করোনার টিকাদান কেন্দ্র মডার্ন স্কুল থেকে স্থানান্তর করে শ্যামনগর নকিপুর হরিচরণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নেওয়ার কথা বলেছি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে। তিনি সেটা শোনেননি। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে তাকে টিকা দান কেন্দ্র পরিবর্তনের জন্য নির্দেশনা দিয়েছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *