সমাজের আলো :- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রাম গ্রামে দুর্বৃত্তরা এক কৃষকলীগ নেতাকে হত্যা করা হয়েছে । গত রাতে মাছের ঘেরে দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।
নিহাতের স্ত্রী মাফুজা খাতুন জানান , প্রতিদিনের মত খাওয়া-দাওয়া শেষে স্বামী স্ত্রী ঘেরর ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে ৮-১০ জন দুর্বৃত্ত প্রথমে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে তাকে জিম্মি করে। পরে তার স্বামীকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় তিনি বলেন হত্যাকারিদের তিনি চিনতে পেরেছেন এর মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগ নেতা লোকমান। তিনি বলেন তার স্বামীকে বাঁচানোর জন্য দুর্বৃত্তদের পায়ে জড়িয়ে প্রাণ ভিক্ষা চাইলেও তারা কোন শোনেননি। তার স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গাবুরা ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান জানান গত রাতে প্রতিদিনের মতন স্বামী-স্ত্রী ঘেরে যায় ।গভীর রাতে দুর্বৃত্তা ঘের মালিক আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় ।তার স্ত্রীকে সময় জিম্মি করে রাখে তিনি বলেন ঘের নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলে আসছিল। নিহত আবুল কাশেম ইউনিয়ান কৃষক লীগের সভাপতি।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম জানান, নিহত আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশী লোকমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে ।ইতিমধ্য তারা হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছেন তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান জানান ,ঘটনা জানার সাথে সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে নেমেছে ।হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে । তিনি বলেন জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হতে পারে।
