সমাজের আলো : ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্হপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিশংসভাবে হত্যা করা হয়। শহীদ হওয়া জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাতে দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে সারা দেশব্যাপী।

কিন্তু শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ভিন্ন পন্থায় ডিজে পার্টির আয়োজন করে জাতীয় শোক দিবস পালন করেন সংকল্প রক্ত দান সংস্থা।অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারের রূহের মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে, ঠিক তখনই দেখা যায় মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ডিজে পার্টির আয়োজনে মশগুল সংকল্প সংস্থার সদস্যরা।

সংকল্প সংস্থার পরিচালক অবনী কুমার বৈদ্যের উপস্থিতিতে লিটন মাঝির নেতৃত্বে ডিজে পার্টির আয়োজন করেছে। এ বিষয়ে মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মাঝি বলেন সকালে আমরা শোক দিবস পালন করে চলে আসলে আমাদের অনুমতি ছাড়াই সংকল্প রক্ত দান সংস্থা সদস্যরা এই ডিজে পার্টির আয়োজন করেছে। এ বিষয়ে সংকল্প রক্তদান সংস্থার পরিচালক অবনী কুমার বলেন আমি ওখান থেকে একটু অন্য রুমে ছিলাম ওই সময় প্রধান শিক্ষক আমাকে ফোন দিয়ে বলেন স্কুলের ছেলেরা ডিজে গান বাজাচ্ছে এবং ড্যান্স করছে।

সুধীমহল বলছে জাতীয় শোক দিবস কে অবমাননা করার দায়ে সংকল্প রক্তদান সংস্থার পরিচালক সহ মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায় এড়ানো শোক দিবস পালনে এ ধরণের কর্মকান্ড করতে সুযোগ পেয়েছে রক্তদান সংস্থার সদশ্য বৃন্দ।এলাকাবাসী জাতীয় শোক দিবস কে অবমাননা করার দায়ে মুন্সীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংকল্প রক্তদান সংস্থার পরিচালকের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *