সমাজের আলো।। ট্রাকের সাথে ধাক্কায় আবু বক্কার দফাদার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের মরহুম মাজেদ মাঝির ছোট ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে সিমেন্ট মাটি বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন আবু বক্কার দফাদার। প্রথমে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ১১ টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি বংশীপুর বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
