সমাজের আলো:- এক ডাকাত লেডার এক ব্যক্তির উপর হামলা চালিয়ে পা ভেঙে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ভোরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেঁষা গাবুরা গ্রামে।
আহাতের নাম আজবাহার শেখ । তিনি পেশায় একজন বনজীবী।বর্তমানে আজবাহার শেখ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আজবাহারের আত্মীয় জাহাঙ্গীর হোসেন জানান, হালিম শেখ একজন ডাকাত। ডাকাতি মামলায় ১৭ বছর কারাদণ্ড ভোগের পর বছর খানেক আগে সে বাড়িতে আসে। বর্তমানে সুন্দরবনে গিয়ে ডাকাতি করে আসছে। ডাকাত হালিম আজবাহার শেখকে মারপিট করে পা ভেঙে দিয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
