রাকিবুল হাসান ঃশ‍্যামনগর উপজেলায় মুন্সীগঞ্জ ইউনিয়নের নাটক সাজিয়ে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ সূত্র জানাগেছে যে, মরাগাং গ্রামের মৃত‍্য মফিজউদ্দীর ছেলে মোঃ সালাম তরফদার গত ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখ দুপুর আনুমানিক ২ টার দিকে মৎস্যঘেরীতে কাজ করছিলো ৷ এমন সময় পূর্বপরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা একুই এলাকার কপিলউদ্দীন মিস্ত্রীর ছেলে আবু হামজার ও তার দুই ছেলে হাবিবুর এবং শাহিনুর সালাম তরফদারকে বেদম মারপিট করে ৷ পরবর্তীতে তাকে নিয়ে হামজারের বসত ঘরে আটকে রাখে এবং হাকচিৎকার করে বলে আমার স্ত্রীকে ঘরের মধ্যে শ্লীলতাহানি করছে ৷ অন্যদিকে সালাম তরফদারকে মারপিট এবং ঘরে অন্যায় ভাবে রাখার কারনে সাবেক মহিলা ইউপি সদস্যা সেলিনা সাইদ ৯৯৯ নাম্বারে কল করে সহযোগীতা চান৷ ঘটনাস্থালে শ্যামনগর থানা পুলিশ হাজির হয়ে সালাম ও হামজারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ৷ পরে হামজার স্ত্রী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন, যার নং পি আর০৬/22

প্রত্যাক্ষদ্বশী নাম প্রকাশে অনিচ্ছুক একজন বৃদ্ধা বলেন, আমি দেখি সালাম হেঁটে যাচ্ছে এবং কিছু সময় ধরে তার মৎস্যঘেরীতে কাজ করা শ্রমিকদের সাথে কথা বলছে এমন সময় হামজার ও তার দুই ছেলে হাবিবুর এবং শাহিনুর তাকে হঠাৎ মারপিট শুরু করে এবং তাকে ধরে নিয়ে যায় ৷ আমি বিষয়টি বুঝতে পারি না এবং সালামের বাড়িতে সংবাদ দেই ৷
সালামের মৎস্যঘেরীতে মুজুরীতে কাজের লোকেরা জানান, সালাম এসে আমাদের দিকনির্দেশনা দিতে থাকে ৷ এমন সময় হামজার ও তার দুই ছেলে হাবিবুর এবং শাহিনুর তাকে হঠাৎ মারপিট শুরু করে এবং তাকে ধরে নিয়ে যায় ৷স্বরজমিনে গিয়ে জানাগেছে যে, হামজারের ভিটার পাশে হাচিনা নামক একজন মহিলা বসবাস করত ৷ তার জমিটি দখলের পায়তারা করলে সালাম তরফদার এলাকার একজন স্বচ্ছ রাজনৈতিক মানুষ হিসেবে হাচিনার জমি বাঁচানোর জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিত ৷ তারই প্রেক্ষিত গত সপ্তাহ তিনেক আগে হাসিনা হামজা সহ তার ছেলেদের নামে মামলা দেয় ৷ তারই জের ধরে এই সাজানো নাটক তৈরী করেন হামজা ৷
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বলেন, সালাম তরফদারের নামে হামজার আলীর স্ত্রী একটি অভিযোগ দায়ের করেন তার পেক্ষিতে তার নামে মামলা দিয়ে তাকে হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *