সমাজের আলো : বিষ পানে দুই বছর বয়সের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার গাজিপুরে এ ঘটনা ঘটে।শিশুটির নাম বেলাল হোসেন। সে শ্যামনগর উপজেলার বাবর আলির ছেলে।
সেভেন আপের বোতলে বিষ রাখা ছিল। শিশুটি হাতের নাগালে পেয়ে ওই বোতল থেকে বিষ খায়। পরে তার মৃত্যু হয়।
