সমাজের আলো : ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার সদরের বাদঘাটা গ্রাম থেকে সুফিয়া খাতুন নামের একনারী চিকিৎসা নিতে আসেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আউটডোরে লাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় প্রচন্ড ভিড়ের মধ্যে পিছন থেকে সামিয়া খাতুন (২২) নামের অপর এক নারী সুফিয়া খাতুনের ভ্যানাটিব্যাগের চেইনখুলে হাত ঢুকিয়ে দেয়।
বিষয়টি টের পেয়ে সাথে সাথে তার হাত চেপে ধরে চিৎকার দেয় সুফিয়া। দ্রুত বিষয়টি শ্যামনগর থানায় খবর দেওয়া হয়। এসময় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসেন। সামিয়া আশাশুনি থানার আনুলিয়া একসরা গ্রামের মাছুম বিল্লাহর স্ত্রী ও একই গ্রামে ছাত্তার সানার কন্যা।

