রবিউল ইসলামঃ শ্যামনগরে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে কাপেং ফাউন্ডেশন এর সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ‘সুন্দরবন অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ভূমি অধিকার এবং জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্যে সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণ মুন্ডা আদিবাসীদের ভূমি কেন্দ্রিক সমস্যাগুলো তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম।

