সমাজের আলোঃ শ্যামনগর উপজেলায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আওতায় ইউএনডিপি ও ইউনাইটেড গ্রুপের অর্থায়নে সুশীলন সংস্থার বাস্তবায়নে কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থদের ভোগ্য পণ্য সহায়তা-২০২০ প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫মে) ভোগ্যপণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস, এম, জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, এ্যাডঃ জহুরুল হায়দার বাবু(পিপি), ইউপি চেয়ারম্যান জি, এম, শোকর আলি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, ইউপি চেয়ারম্যান ফারুক হোসাইন, সুশীলন উপ-পরিচালক মোস্তফা আকতারুজ্জামান (পল্টু) ও স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার শেখ ফিরোজ উদ্দীন প্রমূখ। ১২টি ইউনিয়নের ৪৩২টি পরিবারের মধ্যে ‘স্বপ্ন’প্রকল্প নারী কর্মীদের মধ্যে ভোগ্যপণ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। চাল ১২ কেজি, আটা ৬ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, চিড়া ১ কেজি, সয়াবিন তেল ১লিটার সহ ২৬ কেজি খাদ্য সামগ্রী ও ২টি সাবান প্রদান করা হয়। উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের মাধ্যমে সুশীলন সংস্থার মাঠ পর্যায়ে কর্মকর্তারা।
