সমাজের আলো : শামনগরের আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি লাল্টুসহ দুই জনকে আটক করেছে র্যাব সদস্যরা। গতকল রবিবার বিকালে তার গ্রেপ্তারের প্রতিবাদের সমাবেশ শেষ হওয়ার পরপরই তাদেরকে আটক করা হয়। র্যাবের একটি চৌকস টীম গোপন সংবাদ থেকে নিশ্চিত হওয়ার পর অভিযানে নামেন। এ সময় রাত ৭ টার দিকে যশোর জেলার মনিরামপুর ঝাপা ইউনিয়ানে অভিযান চালিয়ে লাল্টু বাহীনির প্রধান আব্দুল হামিদ লাল্টু ও বাবলু গাজীকে আটক করা হয়।
