রাকিবুল হাসান : শ্যামনগরের কৈখালীতে সরকারি খাস খালগুলো ভূমি দস্যুদের কবলে।জানাযায়, শ্যামনগর ০৫ নং কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালীর বড় মৌ কাটলা,ছোট মৌ কাটলা,সাহেবখালী ৭৮ বিলের খাল,পূর্বকৈখালী বারখাল, শিবচন্দ্রপুর, মির্জাপুর খাল,পরানপুর হাত কাটা খাল,জয়াখালী পাশমামুন্দি খাল,জয়াখালী পোলের খাল,শৈলখালী শেরের খাল,গঙ্গার মোড় ঘোলেরখাল, সহ বিভিন্ন সরকারি খালগুলো এলাকার প্রভাবশালী ভুমিদস্যুরা সরকারি ও রাজনৈতিক নেতাকর্মীদের ম্যানেজ করে সুকৌশলে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র করে ও গায়ের জোরে দখল করে একের পর এক মাটি ভরাট সহ ইমারাত নিম্মানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এমনকি কেউ কেউ আবার নেট পাটা দিয়ে বাধ সৃষ্টি করে মৎস ঘেরের আওতায় এনে দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। ভারী বর্ষনের ফলে বর্তমানে অত্র এলাকাটি প্লাবিত হয়ে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হলেও পানি নিষ্কাশনের জন্য কোন স্থায়ী সমাধান পাচ্ছে না এলাকাবাসি।যাহার কারনে ধান্য ফসল সহ বিভিন্ন শাক সবজি চাষে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। জলোচ্ছাস ও বন্যার কবল হতে অবহেলিত ইউনিয়ন গুলো টিকিয়ে রাখতে বর্তমান সময়ে জেলার বিভিন্ন স্থানে সরকারি খালগুলো দখলমুক্ত করার অভিযান পরিচালনা থাকলেও ভুমিদস্যুরা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে প্রতিনিয়ত তারা তাদের কার্যক্রম অব্যহত রেখেছে। এদিকে ভুমিদস্যুদের এমন কার্যক্রমের ধাপ অব্যহত থাকায় অত্র ইউনিয়নের সকল ধরনের মানুষের মনের মধ্যে জলোচ্ছ্বাস ও বন্যার ভয়ের সৃষ্টি হতে দেখা যাচ্ছে। বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করতে সম্মানিত জেলা প্রশাষক মোঃ হুমায়ুন কবির ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী মহোদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *