সমাজের আলো : শ্যামনগরের চাঁদনীমুখাতে রান্না হরিণের মাংস আটক করেছে বনবিভাগের কর্তৃপক্ষ ৷ (২২ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালীনি, কপোতাক্ষ, কাঠেশ্বর যৌথ অভিযানে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ফজের আলীর পুত্র খলিল গাজীর বাড়ির রান্নাঘর থেকে রান্না করা অনুমানিক এক কেজি হরিণের মাংস উদ্ধার করেন ৷ এ বিষয়ে বুড়িগোয়ালীনি ষ্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷

