রবিউল ইসলামঃ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফসলি জমির ধান গাছ উপড়ে দেওয়াসহ সবজি ক্ষেতের ক্ষতি করেছে প্রতিপক্ষ। এ বিষয়ে প্রতিকার প্রাপ্তির আশায় জয়নগর গ্রামের মৃত এরফান আলী শেখের ছেলে ক্ষতিগ্রস্ত সোহরাব শেখ বাদী হয়ে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ সদস্য বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোহরাব শেখ লিখিত অভিযোগে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় হাকিম শেখ, খালেক শেখ, জলিল শেখ গংদের সাথে তার পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে তারা বিভিন্ন সময়ে তার ধান গাছ উপড়ে ফেলা, লাউ, কুমড়া, ধুন্দলসহ বিভিন্ন প্রজাতির সবজি গাছের গোড়া কেটে দিয়েছে। লিখিত অভিযোগে আরও জানা যায়, কালিকাপুর মৌজায় সোহরাব শেখ ১৬১৬ নং বিএস খতিয়ানে ১.৭৪ একর জমির দাবিদার। যার সুষ্ঠু ভাগবাটোয়ারা ও দখল দিতে অস্বীকৃতি জানায় বিবাদীরা। উল্লিখিত জায়গা জমি বিরোধের জেরে ইতোপূর্বে সোহরাব শেখসহ তার স্ত্রী ও পুত্রকেও মারপিট করেছে হাকিম শেখ গংরা। এ বিষয়ে বিবাদীপক্ষের আব্দুল খালেক শেখ বলেন, সোহরাব শেখের সাথে আমাদের জমিজমা নিয়ে একটু ঝামেলা আছে। তবে আমরা বর্তমানে এলাকার বাইরে ইটের ভাটায় কাজ করছি। ওর সবজি ক্ষেতে কিভাবে গাছের গোড়া উপড়ে ফেলতে যাব ।
