রবিউল ইসলামঃ ঘূর্ণিঝড় আম্পান প্রায় এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও সাতক্ষীরার উপকূলের অনেক ইউনিয়রে মানুষের বাড়ি ঘরে মধ্যে এখনও জোয়ার-ভাটা চলছে।পানি উন্নয়ন বোর্ডকে না পেয়ে অধিকাংশ এলাকায়  স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে নেমে পড়েছে। কিন্তু নদীতে প্রবল জোয়ার থাকায় বাঁধ টেকানো যাচ্ছে না। এক পাশের বাঁধ দিয়ে বাড়ি ফিরতে ফিরতে আরেক পাশ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।

জানা যায়, মঙ্গলবার ভোর থেকে বেলা ১২টায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া ৩ কিলোমিটার বেড়ি বাঁধ ৮ হাজার জনগনকে সাথে নিয়ে ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম নির্মাণ করে বাড়ি ফেরেন।কিছু সময় পর
প্রবল জেয়ার সেটা ভেঙে আবারও লোকালয়ে পানি প্রবশে করছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী ও কাশিমাড়ি ইউয়িনের ঘোলা এলাকায় স্বেচ্ছাশ্রমে রিং বাধ নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গাবুরা গাইনবাড়ি এলাকার আব্দুল হাসান বলেন, এলাকার মধ্যে পানি প্রবাহিত হচ্ছে। গ্রামের ৭ থেকে ৮ হাজার মানুষ যেয়ে ৭ঘন্টা কাজ করে বাঁধ দিয়ে বাড়ি ফিরতে ফিরতে আবারও নতুন করে আরো তিন জায়গায় ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। কতবার ভাংবে আর আমরা কতবার ঠিক করবো বুঝতে পারছি না। আবার শুনছি নতুন কোন ঝড় আসছে। কি হবে আমদের। ঝড়ে বা জলোচ্ছাসে গ্রাম প্লাবিত হলে এমপি মন্ত্রীরা পরিদর্শনে এসে দ্রুত সমাধানের আশ^াস দিয়ে চলে যান। পরে আর তাদের খোঁজ থাকে না। কিছু হলে মরা লাগে আমাদের।

বুড়িগোয়ালিনী এলাকার সাংবাদিক আব্দুল হালিম জানান, ঘূর্ণিঝড় আম্পানের দিন দাতিনাখালী এলাকায় পাউবোর বেড়ি বাঁধ বেঙে যায়। সেখান থেকে আজ পর্যন্ত নদীর সাথে লোকালয়ের জোয়ার ভাটা চলছে। পানিউন্নয়ন বোর্ডের খোন খবর নেই। আমাদের নিজেদের বাঁচা নিজেদের বাঁচতে হবে। তাই স্বেচ্ছাশ্রমে মঙ্গলবার ভোর থেকে বাঁধ মেরামত করি। সম্পূর্ণ এলাকা এখনও মেরামত করা সম্ভব হয়নি। কিন্তু মাটিতে খুব বেশি শক্ত হচ্ছে না। পানির চাপে আবার যে কোন মুহুর্তে ভেঙে যেতে পারে।

শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ঝড়ের পর বাঁধ ভেড়ে এখনও এলাকায় জোয়ার ভাটা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কাউকে আমাদের সাথে পায়নি। তবে তারা বাঁশ বস্তা দিয়ে আমাদের সাহায্য করেছে। আম্পানে গাবুরার লেবুবুনিয়ায় বাঁধের তিন কিলোমিটার নদীতে বিলিন হয়ে যায়। ঈদের দিনও আমার বাঁধ নির্মাণে কাজ করেছি। মঙ্গলবার ৮হাজার জনগন সাথে নিয়ে ৪ জায়গা আবারও নতুন করে ভেঙে গেছে। বুধবার সকালে আবারো কাজ করবো। নদীতে ব্যাপক জোয়ার কোন কিছু থাকছে না। রিং বাধ দিয়েছি বাধ দেওয়া হলো তাও টিকলো না। আবার শুনছি তিন নং সিগনাল চলছে কি হবে আল্লাহ জানেন।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবোতোষ কুমার মন্ডল বলেন, পানি উন্নয়ন বোর্ডের কোন খবর নেই। আমার ইউনিয়নের দাতিনাখালী এলাকায় জনগনকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করেছি। কিছুটা অগ্রগতি হয়েছে। নদীতে গোন চলার কারণে সময় লাগবে। জোয়ারের চাপ কলে আমরা আবারও কাজ করবো।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আমাদের এই অবস্থা। পানি ডুবে মরতে হচ্ছে উপকূলের কয়েক লাখ মানুষের। তাদের জোড়াতালি দেওয়ার কারণে নদীতে একটু পানির চাপ হলেও বাঁধ ভেঙে এলাকায় পানি প্রবেশ করে। জনগনকে এসবের জবাবদিহিতা আমাদের দেওয়া লাগে। খুব বিপদে আছি।

শ্যামনগরের কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ঝড় হয়ে গেছে আজ ৭দিন হয়ে গেল। নদীর বাঁধ ভেঙে এলাকার সাথে একাকার হয়ে আছে কেউ খবর নিচ্ছে না। তাই বাধ্য হয়ে ৫ হাজার জনগন সাথে নিয়ে বাধ নির্মাণের কাজ করে করেছি । এখন তো বাঁধ দিতে পারবো না। রিং বাধ দিয়ে পানি ঠেকাতে হচ্ছে। না হলে অনেক গ্রাম নদী গর্ভে বিলিন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দেয়। এছাড়া তাদের কোন খোঁজ নেই। দেখতে আসে না আমাদের কাজে সাহায্য পর্যন্ত করে না। তাদের ফোন দিলে তারা বলে সেনাবাহিনী কাজ করবে বলে তারা এড়িয়ে যায়। লুকোচুরি খেলার মতো এক জায়গায় বাধঁ বাড়ি ফিরছি অন্য দিকে ভেঙে যাচ্ছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো: আবুল খায়ের বলেন, গাবুরা এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করতে চেয়েছেন তাদের আমরা বস্তা দিয়ে সাহায্য করেছি। তারা যেটা চাচ্ছে তখন সেটা সরবরাহ করছি। আমরা তো কাজ করি না। ঠিকাদারা কাজ করবো কিন্তু ঠিকাদার নিয়োগ করা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও আপাতত এলাকায় পানি বন্ধ করতে তাদের সাহায্য করছি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো: নাহিদুল ইসলাম বলেন, আমরা ঈদের দিন সাইটে ছিলাম কাজ করেছি। সেনাবাহিনী কাজ করবে। সে কারণে রিপোর্ট করতে হচ্ছে। সে কারণে আমরা আজ ছিলাম না। তবে যারা স্বেচ্ছাশ্রমে কাজ করেছে। তাদের সকল প্রকার বস্তা ও বাঁশ দিয়ে আমরা সাহায্য করেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *