সমাজের আলো : বুধবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিঠাপুকুর বাজার (গোসাইহাট) হতে ১১ লাখ টাকা মূল্যের চিনি আত্মসাৎ নাটকের অবসান ঘটিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চিনি বহনকারী ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পলাতক রয়েছে শ্রমিকলীগ নেতা মমিনুল ইসলাম। শ্রমিকলীগ নেতার গুদামঘর হতে উদ্ধার হওয়া ১শ ৭৯ বস্তা চিনি।

মিঠাপুকুর থানা পুলিশ ও চিনির মালিক সূত্রে জানা যায়, ২০ নভেম্বর নরসিংদী থেকে ৩শ ২০বস্তা চিনি চন্দ্রপুরী ট্রান্সপোর্টের মাধ্যমে ঠাকুরগাঁয়ের জাকারিয়া ট্রেডার্সে পৌঁছানোর জন্য ট্রাকযোগে (ট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট-২০-০৪৪৭) পাঠানো হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে চিনি গন্তব্যে না পৌঁছালে জাকারিয়া ট্রেডার্সের মালিক হোসাইন জাকারিয়া ট্রাক চালক নাজমুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। তখন চালক তাকে জানান টাঙ্গাইলে ট্রাক বিকল হয়ে পড়েছে। মেরামত করে রওনা দেবো। এজন্য তিনি জাকারিয়ার নিকট বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা নেন। টাকা দেওয়ার পরেও পাঠানো চিনি না পৌছায় আবারো যোগাযোগ করা হলে চালকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *