সমাজের আলোঃ সাতক্ষীরা জেলা আশাশুনী থানা শ্রীউলা ইউনিয়ানের মাড়িয়ালা বাজারে বানভাসি লবনাক্ত পানিতে প্লাবিত অসহায়দের মাঝে সাতক্ষীরাস্ত আল- নুর হাসপাতালের উদ্যোগে ফ্রীস্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতারন করা হয়৷ নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে দিন ব্যাপী মাড়িয়ালা বাজারে গ্রাম ডাঃ আক্তার হোসেনের চেম্বারে৷ সাতক্ষীরা আল- নুর হাসপাতালের পরিচালক গোলাম রব্বানীর সার্বিক তত্ত্বাধায়নে রুগী দেখেন তাইরুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের এক্স লেকচারার: ডাঃ মোঃ নাইমুল ইসলাম ৷

