সমাজের আলো ঃ সাতক্ষীরা সদরের ৫নং শিবপুর ইউনিয়নের খানপুরে এক মানষীক প্রতিবন্ধী যুবতী অবৈধ মৃত্যু সন্তান প্রসাব।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা আক্তার জানতে পারেন, বাজার সংলগ্ন মানষিক প্রতিবন্ধি মাছুরা খাতুন নামের এক যুবতী মৃত্যু সন্তান প্রসাব করেছে।
তথ্যানুসন্ধানে মানষিক প্রতিবন্ধি যুবতী জানান, পাশ্ববর্তী পাড়ার কোন ব্যাক্তি তার সাথে অবৈধ মেলামেশা করে, যার ফলে তার গর্ভে সন্তান আসে।
এ বিষয়ে সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা আক্তার আরো জানান, পূর্বে মানষিক প্রতিবন্ধী মাছুরা খাতুন এর গর্ভাবস্থায় তলপেট বড় হতে থাকায়, এলাকাবাসী কারণ জানতে চাইলে পেটে টিউমার বা অন্য সমস্যা বলে এড়িয়ে যেতেন ওই যুবতী ও তার পরিবারের সদস্যরা।
এমতাবস্থায় আজ দুপুরে প্রতিবেশীরা জানতে পারেন মানষিক প্রতিবন্ধী মাছুরা খাতুন একটি সন্তান প্রসাব করেছেন।
ঘটনা জানতে পারার সাথে সাথে সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা আক্তার ঘটনাস্থলে এসে বাথরুম থেকে মৃত্যু নবজাতকে উদ্ধার করেন।
এ বিষয়ে মানষিক প্রতিবন্ধী মাছুরা খাতুন এর বৃদ্ধ মা জানান, তার প্রতিবন্ধী কন্যা মৃত্যু সন্তান প্রসাব করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় অবহিত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
বাড়িটিতে শতাধিক উৎসুক ছেলে বুড়ো নারী পুরুষের সমাগম হতে দেখা যায়।

