সমাজের আলো: সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্তান জন্ম দিয়েই এক প্রসূতি ও তার মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে গতকাল শনিবার সন্ধ্যায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানান রাশিয়া বেগম (৫০) নামে এক নারী। পরে বিষয়টি সামনে আসে। শিশুটি বর্তমানে তার কাছে রক্ষিত আছে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকেলে সাদিয়া বেগম (১৬) এক কিশোরীকে তার মা হাসপাতাল নিয়ে আসেন। ২-৩ দিন ধরে মেয়ের পায়খানা না হওয়ায় পেট ফুলে আছে বলে তিনি জানান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে ভর্তি নেন। কিছুক্ষণ পর হাসপাতালের এক নার্স দেখতে পান সাদিয়া সন্তান প্রসব করতে যাচ্ছেন। এ খবর শুনে তার মা জ্ঞান হারিয়ে ফেলেন। জানা গেছে, সাদিয়া একটি কন্যা সন্তান প্রসব করেন। শিশুটিকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাতে কোনো এক সময় সন্তানকে হাসপাতালের সিঁড়িতে রেখে সাদিয়া ও তার মা পালিয়ে যান। রাশিয়া সিঁড়ি দিয়ে ওঠার সময় শিশুটিকে দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাদিয়াকে তার মা উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়ার পরিচয়ে ভর্তি করেন। কিন্তু তাদের দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ নিয়ে এমন কাউকে পাওয়া যায়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *