সমাজের আলো : সম্প্রতি হাতি ও কুমিরের লড়াইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিশাল আকৃতির একটি হাতি কুমিরকে পানিতে নেমে পিষে মারছে। গোটা ঘটনাটির এক মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।ভিডিও দেখা গেছে, কুমিরটির লেজ ধরে পানির মধ্যে আছড়ে ফেলছে হাতিটি।তারপর কুমিরের শরীরের উপর দু’পা তুলে দাঁড়িয়ে পিষে দিচ্ছে তাকে। ভিডিওর শেষ দিকে হাতির সঙ্গে লড়াই করতে করতে একটা সময়ে নিস্তেজ হয়ে পড়তে দেখা যায় কুমিরটিকে। পরে কুমিরটি মারা যায়।

