সমাজের আলো।। সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত একজন ও তিন সদস্যকে জিম্মি করে রাখা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, জিম্মি সদস্যদের উদ্ধারে র্যাবের অতিরিক্ত ফোর্স, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আহত র্যাব সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

