সমাজের আলোঃ সমাজের আলোর সম্পাদক ও প্রকাশক ও মানবজমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হোসেনকে দেখতে বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি। শনিবার দূপুরে তিনি ওনার বাড়িতে যেয়ে সাংবাদিকের শরীরের খোঁজ খবর নেন।কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তিনি বলেন বিপদের সময় ধয্য ধারন করতে হবে।জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্যার তিনি পাঠিয়েছেন।তিনি সকল সময় পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
একই দিন কলারোয়া উপজেলা যুগিখালি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাছান বাড়িতে আসেন এবং খোঁজ নেন শরীরের ।

