সমাজের আলো: সম্পত্তি নিয়ে বিরোধ; দুই দিন পর পুলিশের উপস্থিতিতে পিতার লাশ দাফন! দুই দিন নিথর দেহ এভাবেই পড়ে থাকে নিজ গৃহে। (ইনসেটে- নুরুল হক ভূঁইয়া) কুমিল্লার চৌদ্দগ্রামে দুই পরিবারের সন্তানদের মাঝে সম্পত্তির বিরোধে পিতার লাশ দাফনে বাধা দিয়েছে প্রথম সংসারের ছয় মেয়ে। এদিকে সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায় ২য় সংসারের সন্তানরাও। অবশেষে পুলিশের উপস্থিতিতে শালিসে বিরোধ সমাধান করা হয়। মৃত্যুর দুইদিন পর মঙ্গলবার রাত ১০টায় তার দাফন করা হয়।

Yeorab Hossain

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক