সমাজের আলো:রাতের বেলা তেল পুড়িয়ে এসেছি, ১২’শ টাকা ভাড়ায় কি হয়? রোগীর অভিভাবকের কাছে এমন প্রশ্ন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকহ সৈয়দ আবুল হোসেনের। নিরুপায় অভিভাবক চালককে ১৫’শ টাকা দিয়ে বললেন, আর কি দিতে হবে? না চলবে, বলে বিদায় নিলেন সরকারি অ্যাম্বুলেন্সের ওই চালক। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার মধ্যরাতে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল গেটে। ওই চালকের বিরুদ্ধে মেরামতের নাম করে কখনো সিলেটের ওয়ার্কশপে আবার কখনো নিজের বাড়িতে অ্যাম্বুলেন্স রেখে লম্বা ছুটি কাটানোর অভিযোগ রয়েছে।
