সমাজের আলো : প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর প্রয়াত যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ শহীদ মিনারে শুক্রবার অনুষ্ঠিত স্মরণসভায় প্রথম আলে সাতক্ষীরা বন্ধুসভার নতুন পুরাতন সদস্যরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা জাতির জন্য অপূরণীয়। সাংবাদিক মিজানুর রহমান খান আইন-আদালত, সংবিধান, সংসদ ও গণতন্ত্র নিয়ে বাংলাদেশের সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচিত করে গেছেন, রেখেছেন অসামান্য ভূমিকাও। এসব বিষয়ে পারদর্শী এই বরেণ্য সাংবাদিক নিরন্তর নিজের ধারালো কলম চালিয়ে গেছেন। বক্তারা আরও বলেন, সততা, সত্যনিষ্ঠ ও মানবিকতার কারণে মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন তিনি। তার অনুসন্ধান ও লিখনির মাধ্যমে মুক্তিযুদ্ধকালের দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের নানা অজানা তথ্য উঠে এসেছে। তিনি রাষ্ট্রের সম্পদ ছিলেন। তার নিখুঁত ও তথ্যভিত্তিক লিখনির কারণে সকল স্তরের কাছে প্রিয় মানুষ হিসেবে জায়গা দখল করে নিয়েছিলেন। তার চলে যাওয়া দল-মত নির্বিশেষে সকলকে কাঁদিয়েছে। মিজানুর রহমান খান ছিলেন একজন সৎ, সাহসী ও আদর্শবান সাংবাদিক। দিন দিন সাংবাদিকেরা সমাজে মর্যাদা হারাচ্ছেন। সাংবাদিকতা আস্থা হারাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে মিজানুর রহমান খানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। তাঁর মতো দায়িত্বশীল ও সুসাংবাদিকতার চর্চা করতে হবে। প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে আয়োজিত স্মরণসভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মরিয়াম কেয়া। স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরা বন্ধুসভার প্রধান উপদেষ্টা কল্যাণ ব্যানার্জী। উপদেষ্টা জাহিদা জাহান মৌ। সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাহাতুল ইসলাম বাপ্পা, প্রতিক চন্দ্র মন্ডল। দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম, দূূর্যোগ ও ত্রাণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী।

