সমাজের আলো।। বাংলাদেশের ক্রিকেটের আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসানকে আবার জাতীয় ক্রিকেট টিমে নেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এমন একটি বক্তব্য সামনে আসার পর এ নিয়ে নানাধরনের আলোচনা শুরু হয়েছে। প্রায় দেড় বছর ধরে দলের বাইরে রেখে কেন অনেকটা হঠাৎ করে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, এ নিয়েও প্রশ্ন উঠে
নিজের ফেসবুক স্ট্যাটাসে ও সংবাদমাধ্যমে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিভিন্ন সময়ের বক্তব্যে উঠে এসেছে, মূলত রাজনৈতিক কারণেই তাকে দলে ডাকা হচ্ছে না। এরই মাঝে অকস্মাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে।
সেটিও এসেছে এমন এক সময়ে যেদিন বাংলাদেশ ক্রিকেট দল আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ খেলা থেকে বিরত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার একদম হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় আট ঘণ্টা ব্যাপী এক সভার পরে রাত প্রায় ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা এসেছে।
কোন প্রেক্ষিতে দলে ঢুকতে পারেন সাকিব?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “সাকিবের এভেইলেবিলিটি, ফিটনেস ও সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে ভবিষ্যতে তাঁকে দলে নেওয়ার বিষয়টি বোর্ড ও নির্বাচক প্যানেল বিবেচনা করবে।”
আমজাদ হোসেন জানান, “জাতীয় দলে ফেরার ব্যাপারে সাকিবের আগ্রহের কথাও বোর্ডকে জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে হোম ও অ্যাওয়ে দুই ধরনের সিরিজে খেলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সাকিব জানিয়েছেন, উভয় ক্ষেত্রেই তিনি এভেইলেবল থাকতে চান।”

