সমাজের আলো : আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হয়েছে হার দিয়ে। সফরকারী পাকিস্তানের বিপক্ষে তাই এটাই শেষ সুযোগ সিরিজ হার ঠেকানোর। চট্টগ্রামে হেরে যাওয়া বাংলাদেশ দল কি পারবে নিজেদের ফিরে পেতে? মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে মোটে ৬ টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। এর মধ্যে একটি শেষ, আপাতত বাকি থাকা এই এক ম্যাচে দারুণ কিছু করতে পারলে হয়তো দ্বিতীয় চক্রে শুরুটা ভালভাবে করা সম্ভব হবে। চট্টগ্রাম টেস্টে ভাল ব্যাটিং উইকেটে পঞ্চম দিন সকাল পর্যন্ত গেছে ম্যাচ। মিরপুরের চিরাচরিত কঠিন ও ধীরগতির উইকেটে বাংলাদেশ কেমন করবে তা নিয়ে আছে সংশয়। সাকিব আল হাসান ফিরছেন এই ম্যাচে সেটাই দলের শক্তি কিছুটা বাড়িয়েছে। অবশ্য অধিনায়ক মুমিনুল হকের দাবি পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোন কন্ডিশনে এমনকি ধানখেতে হলেও ভাল করতে হবে।

মিরপুর টেস্টে আবারও বাংলাদেশের একাদশে ২/৩টি পরিবর্তন আসছে তা শুক্রবারই নিশ্চিত হয়ে গেছে। কারণ ওপেনার সাইফ হাসান টাইফয়েড আক্রান্ত হয়ে ছিটকে গেছেন। তাই তার পরিবর্তে ওপেনিংয়ে নতুন এক জুটির দেখা পাওয়া যাচ্ছে নিশ্চিতভাবে। টেস্টে বাংলাদেশের সর্বশেষ ওপেনিংয়ে শতরানের জুটি দেখা গেছে ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে। সৌম্য সরকার ও তামিম ইকবাল জুটি ১১৮ রান করেছিলেন। আর দেশের মাটিতে সর্বশেষ শতরানের উদ্বোধনী জুটি আরও আগে! পাকদের বিপক্ষেই ২০১৫ সালের এপ্রিলে খুলনায় ৩১২ রানের জুটি গড়েন তামিম-ইমরুল কায়েস। অর্থাৎ প্রায় সাড়ে ৬ বছরে দেশের মাটিতে টেস্টে ওপেনিং জুটিতে শতরান দেখা যায়নি। এ কারণে প্রায় নিয়মিতই ওপেনিং জুটিতে দেখা গেছে পরিবর্তন। ২০১৮ সালের নবেম্বর থেকে চলতি নবেম্বর পর্যন্ত এ ৩ বছরেই ওপেনিং জুটিতে খেলেছেন ৬ ক্রিকেটার এবং ঘুরিয়ে-ফিরিয়ে তাদের মধ্যে জুটি হয়েছে ৯টি। এই ৯ জুটি ৩২ ইনিংসে মাত্র ৭ বার অর্ধশতাধিক রানের জুটি গড়তে পেরেছেন। তার মধ্যে তামিম একাই ৩টি অর্ধশত জুটির কারিগর হিসেবে ছিলেন। তার অনুপস্থিতি বেশ ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। এবার আরেকটি পরিবর্তন আসতে যাচ্ছে। যুব বিশ্বকাপজয়ী দলের ডানহাতি টপঅর্ডার মাহমুদুল হাসান জয়েরই সাদমান ইসলামের সঙ্গী হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ টপঅর্ডারে আর সবাই বাঁহাতি। ৫ নম্বরে এসে একমাত্র ডানহাতি মুশফিকুর রহিম এবং ছয়ে আবার বাঁহাতি সাকিব। তাই জয়ের ওপেনার হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হতে পারে। এ বিষয়ে অধিনায়ক মুমিনুল শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘ওপেনিং সমন্বয় বাঁহাতি-ডানহাতি হতে পারে দুইজন বাঁহাতিও হতে পারে। তবে বাঁহাতি-ডানহাতি হওয়ার সম্ভাবনাই বেশি।’ সাদমান-জয় ইনিংস উদ্বোধন করলে বাকি জায়গাগুলো ঠিক থাকবে, শুধু ইয়াসির আলী রাব্বির জায়গায় খেলবেন সাকিব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *