সমাজের আলো: মাদক মামলার সাক্ষ্য দিতে এসেছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের কাছে ফরিয়াদ জানালেন, তিনি গরিব মানুষ। কাজকর্ম নেই। ধারকর্জ করে ফেনী থেকে এসেছেন। এখন বাড়ি যাওয়ার টাকা নেই। এ কথা শুনে আদালতের বিচারক তেহসিন ইফতেখার তাঁকে গাড়িভাড়া বাবদ ৫০০ টাকা দেন। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ৭–এ ঘটনা ঘটে। নাসির উদ্দিন বলেন, ‘স্যারকে বললাম, আমার গাড়িভাড়া নাই। আমি বেকার মানুষ। এই কথা শুনে স্যার আমাকে ৫০০ টাকা দিয়েছেন।’ ফেনী জেলার চরকান্দির মৃত ইদ্রিস মিয়ার ছেলে নাসির উদ্দিন মাদক মামলার জব্দ তালিকার সাক্ষী। তাঁর সামনে র্যাব ৪১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। সেই মামলায় তাঁকে জব্দ তালিকার সাক্ষী করা হয়। সমন পেয়ে মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে আসেন নাসির। এ সময় বিচারককে তিনি বলেন, ‘স্যার আমি গরিব মানুষ। ঘটনার সময় পাশের ভবনে আমি দারোয়ান ছিলাম। দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ার পর গ্রামে চলে যাই। কাজকাম নাই আয়–রোজগারও তেমন নাই। সাক্ষ্য দিতে আসব, তার জন্য গাড়িভাড়া নেই। ধারকর্জ করে নিয়ে এসেছি। আমাকে সরকারি গাড়ি দিয়ে পৌঁছে দেন; না হয় দেড় হাজার টাকা গাড়িভাড়া দেন। তখন বিচারক নিজের বেতন থেকে তাঁকে ৫০০ টাকা দেন।’ এ প্রসঙ্গে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ সাক্ষীর যাতায়াত (কনভেন্স) ভাড়া দেওয়ারŸবিধান রয়েছে। কিন্তু পাবলিক সাক্ষীদের ক্ষেত্রে কোনোরকম কনভেন্স দেওয়ার বিধান নেই। যে কারণে অনেক সাক্ষীই মামলায় সাক্ষ্য দিতে আসতে আগ্রহী হন না। মাদক মামলার জব্দ তালিকা বা ঘটনাস্থলে যাঁদের সাক্ষী করা হয়, তাঁদের অধিকাংশই ভাসমান ও গরিব।

