সমাজের আলো :-সাতক্ষীরা কারাগারে আটক ২ এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার অনুমতি মিলেছে দুই ছাত্র কারাগারের ভিতরেই তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

আরো করে আটককৃত দুই ছাত্র পরীক্ষার্থী হলেন মো. ফাহিম পারভেজ ও মো. জাহিদ হোসেন। দুই ছাত্র সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরা পুলিশের করা মামলায় তাঁরা গ্রেপ্তার হন।

কারাগারে ফাহিম ও জাহিদের পরীক্ষা গত ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো।
একই অনুমতিপত্রে বলা হয়, কারাগারে পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার্থীর অভিভাবককে বহন করতে হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি-সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয়, ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী হবে।

নতুন সময়সূচিও অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলো তারিক অনুযায়ী অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *