সমাজের আলো :  শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা জয়তুন বেগম। ৩০ বছর আগে স্বামী বারিক মোল্লা তাকে ছেড়ে চলে যান। নদীতে জাল টেনে ও দিনমজুরের কাজ করে সংসার চালিয়ে একমাত্র মেয়েকে বিয়ে দেন। তবে মেয়ের সংসারটিও টেকেনি। গত চার বছর আগে জরায়ু রোগে আক্রান্ত হয়ে পড়েন বৃদ্ধা জয়তুন।

অভাবের সংসারে চিকিৎসা করাতে পারেননি। স্থানীয় চিকিৎসকরা অপারেশনের জন্য দাবি করেন ৩০ হাজার টাকা। সেটিও জোগাড় করতে পারেননি তিনি। অচল হয়ে পড়েছিলেন ঘরে। সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান এবং জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আর্থিক সহযোগিতায় টানা ১১ দিনের চিকিৎসা শেষে শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এই বৃদ্ধা।

বৃদ্ধা জয়তুন বেগমের স্বামীর বাড়ি ছিল পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামে। তবে এখন তিনি ওই ইউনিয়নের গড়কুমারপুর গ্রামে বৃদ্ধার বড় ভাই জিল্লুর রহমান বিশ্বাসের বাড়ির কোণে ঝুপড়ি ঘরে থাকেন। নিজস্ব কোনো জমি নেই এই বৃদ্ধার। সঙ্গে রয়েছেন একমাত্র মেয়ে শাহিনা খাতুন ও দুই নাতনি।

অসহায় বৃদ্ধার ঘটনাটি নজরে আসে সেবামূলক সংগঠন হিউম্যানিটি ফাস্টের পরিচালক কলেজ প্রভাষক ইদ্রিস আলীর। ঘটনাটি তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপরই বৃদ্ধার পাশে দাঁড়ান পুলিশ সুপার এবং সাতক্ষীরা জেলা ও দায়রা জজ।

হিউম্যানিটি ফাস্টের পরিচালক সাতক্ষীরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইদ্রিস আলী জানান, বৃদ্ধা জয়তুন বেগম দিনমজুরি ও ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছিলেন। জরায়ু রোগে আক্রান্ত হওয়ার পর অভাবের তাড়নায় চিকিৎসা করতে পারছিলেন না। অবশেষে আমরা উদ্যোগ নিলে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এবং পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সকল চিকিৎসা ব্যয় বহন করেন।

তিনি বলেন, ১১ দিন আগে বৃদ্ধা জয়তুন বেগমকে সাতক্ষীরা শহরের ক্রিস্টাল ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন করে জরায়ু কেটে বাদ দিয়েছেন চিকিৎসক। এখন তিনি সুস্থ হয়েছেন। শুক্রবার সকালে বৃদ্ধাকে বাড়িতে পাঠানো হয়েছে। পুলিশ সুপারের দেওয়া ২৫ হাজার টাকা এবং জেলা ও দায়রা জজের দেওয়া পাঁচ হাজার টাকা থেকে বৃদ্ধার চিকিৎসার পেছনে ২২ হাজার টাকা খরচ হয়েছে। বাকি ৮ হাজার টাকা বৃদ্ধার সংসারের খরচ হিসেবে দেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *