সমাজের আলো :- সাতক্ষীরার জেলা কারাগারের জেলার এক কারারক্ষীকে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।মারাত্মক অসুস্থ কারারক্ষীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।জেলারের নির্যাতনের শিকার কারারক্ষী তার উপরে নির্যাতনের বর্ণনা দিয়েছেন।

কারারক্ষী হাসিবুর রহমান (যার কারারক্ষী নং-৪২৪৮০) জানান তার উপর জেলার বিথী তার উপরে নির্যাতন চালিয়েছেন। তিনি বলেন, কর্তব্যরত অবস্থায় হার্টের সমস্যা নিয়ে তিনি গত শনিবার (৬ জুলাই) কারা হাসপাতালে যান। সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সদর হাসপাতালে নেয়ার আগে তার পরিবারের সদস্যরা তাকে আনার জন্য গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন জেলার হাসনা জাহান বিথী। এমনকি সরকারী গাড়িটি পর্যন্ত দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়নি। বাধ্য হয়ে তারা তাকে ভ্যান যোগে সদর হাসপাতালে নিয়ে যান। এরপর সদর হাসপাতাল থেকে ইজিবাইক যোগে তাকে মেডিকেলে পাঠানো হয়। কারারক্ষীর বড় ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া নিহাল শেখ তার বাবাকে বাঁচাতে স্ট্রেচারে ঠেলতে ঠেলতে নিয়ে যায় সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের কাছে। তার পিতাকে বাঁচানোর জন্য প্রানপন লড়াই করতে দেখা যায়। গাঁ দিয়ে ঘাম ঝরছে তবুও বাবাকে বাঁচাতে হবে। এটাই তার প্রানপন চেষ্টা। আমার পিতাকে হাসপাতালে নিয়ে আসার জন্য জেলখানার প্রধান কর্তকর্তা তাদের সরকারী গাড়িটা পর্যন্ত দেয়নি। এমনকি তাদের সাথে খুব খারাপ আচরন করেছেন তিনি।

কারারক্ষী হাসিবুরের স্ত্রী বৃষ্টি আক্তার তিনি বলেন, আমরা আমার স্বামীর অস্স্থুতার খবর শুনে কারাফটকে গেলে আমাদের সাথে খারাপ আচরন করে বের করে দেওয়া হয়। তার স্বামীর সারাদিনে কোন খোঁজ খবর পর্যন্ত নেননি জেলার।

কারারক্ষী হাসিবুরের ভাই সজিব শেখ বলেন, আমার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সেখানে যায়। সেখানে গিয়ে দেখি জেলার আমার ভাইকে অপদার্থ, কুলাঙ্গারসহ বিভিন্ন খারাপ ভাষায় গালি দিচ্ছে। তিনি বলছেন, তুই এতো দেনা দায় হয়েছিস কেন ? এমনকি বাবা মাকে নিয়েও খারাপ কথা বলেন। একপর্যায়ে সাসপেন্ড করানো ও চাকুরী খাওয়ার ভয় দেখান।

অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী জানান, হাসিবুর তাদের মাধ্যমে হাসপাতালে গিয়েছেন। তবে, যারা বাসা নিয়ে থাকেন তারা নিজেরা ডাক্তার দেখান। আমরা উনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি। আপনি যদি প্রমান চান তাহলে অফিসে আসেন। আপনাকে বলেছে সেই জানে আমি তার সাথে কি রকম খারাপ ব্যবহার করেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *