নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য, সাতক্ষীরা জেলা কৃষক লীগ সভাপতি ও জেলা পরিষদের বারবার নির্বাচিত সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবী ও তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হালিম টুটুল দম্পতির জ্যোষ্ঠ কন্যা সুনিম সোহানা তটিনী ৪১তম বিসিএস-এ ফরেস্ট্রি ক্যাডারে সহকারি বন সংরক্ষক (এসিএফ) পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। মেয়ের সফলতায় তার পিতা মাতা শুভাকাঙ্খী, সহকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। সে যেন আগামী দিনে সাফল্য ধরে রাখতে পারে এবং দেশের মানুষের সেবায় কাজ করতে পারে। উল্লেখ্য, সুনিম সোহানা তটিনী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ফরেস্ট্রি এন্ড ইনভায়রমেন্টাল সাইন্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *