সমাজের আলো : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ২২ সদস্য পদত্যাগ করেছেন। এরমধ্যে ৬ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১৬ জন আহ্বায়ক কমিটির সদস্য। কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে কমিটি গঠনের অভিযোগে নেতারা একযোগে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন বরাবর ওই পদত্যাগপত্র দাখিল করা হয়েছে।পদত্যাগপত্রে বলা হয়েছে, ‘আমরা নিম্নস্বাক্ষরকারীগণ দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সাতক্ষীরা জেলা জাসাসের রাজনীতির সাথে যুক্ত থেকে বিএনপি নির্দেশিত রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নিয়োজিত থেকে রাজপথ দখলে রেখেছি এবং রাখছি।’

পদত্যাগপত্রে আরো বলা হয়েছে, ‘সম্প্রতি কেন্দ্রীয় জাসাস কর্তৃক ৫৫ সদস্যবিশিষ্ট জেলা জাসাসের একটি অনাকাঙ্ক্ষিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটি কোনো স্বার্থন্বেষী ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশপাশি উক্ত কমিটিতে যোগ্যতা ও দক্ষতার মানদণ্ড চরমভাবে ভূলুণ্ঠিত হওয়া পরিদৃষ্ট হচ্ছে। সে কারণে উক্ত কমিটির উল্লিখিত পদ থেকে আমরা নিম্নস্বাক্ষরকারী ব্যক্তিগণ স্বপ্রণোদিতভাবে পদত্যাগ করলাম। ইহা আপনার জ্ঞাতার্থে নিবেদিত হলো।’

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম-আহ্বায়ক মো. মনিরুজামান, মহিদুল ইসলাম, ইমরান হোসেন, মো. ইদ্রিস গাজী, মো. রায়হান হোসেন রাজু ও মো. শাকিল হোসেন। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- মো. মোক্তার মোড়ল, সালমান হোসেন উজ্জ্বল, মো. আব্দুল আলিম, মো. ফরহাদ হোসেন, মো. খসরু কবির সানি, মো. মিলন হোসেন, মো. সাকিব হাসান, মনিরুল ইসলাম বাবু, সাহানুল বোরহান, মো. লিটন, মো. আবু মুছা, প্রদীপ কুমার দাস, দীপংকর দাস, মো. নাজমুল হাসান, জহুরুল ইসলাম বাবু ও মো. জাহাঙ্গীর আলম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *